১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:০১ অপরাহ্ন, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
পটুয়াখালীর কলাপাড়ার মৎস্য বন্দর মহিপুরের বিভিন্ন মৎস্য আড়ত ও মাছ ধরা ট্রলারে ইলিশ মজুদ করার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছে কলাপাড়া উপজেলা প্রশাসন। বুধবার সকাল ১০টার পর মহিপুরের আল্লাহ ভরসা মাছের আড়ত ও দুটি মাছ ধরা ট্রলারে এ অভিযান চালিয়ে প্রায় দুই মেট্রিকটন মা ইলিশ জব্দ করে। এ সময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ মজুদ করায় আড়ত মালিক লুনা আকন, ম্যানেজার আব্দুল মন্নান ও জেলে ইউসুফ মিয়াকে আটক করা হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মুনিবুর রহমান, সহকারি কমিশনার(ভূমি) অনুপ দাশ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ সাহা কোষ্টগার্ডের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন। আটক মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। তাঁদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।