১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন, ১৬ই শাবান, ১৪৪৬ হিজরি, রবিবার, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
পটুয়াখালীর গলাচিপায় লিয়া মনি নামে (১৪) একটি কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার কালির চর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
লিয়া মনি উপজেলার গোলখালী ইউনিয়নর ৫নং ওয়ার্ডের কালির চর গ্রামের খালেক খাঁ’র মেয়ে।
পরিবার জানায়, আজ (মঙ্গলবার) ১২টার দিকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে লিয়া। পরে স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গলাচিপা থানার ওসি আকতার মোর্শেদ বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’