১৬ জানুয়ারী ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
নিউজ ডেষ্ক :: বরিশাল র্যাবের অভিযানে চারজনকে আটক করা হয়েছে। পাশাপাশি এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ইয়াবা ও গাঁজা।
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর ১২টায় র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার আগৈলঝাড়া থানার উত্তর বারপাইকা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ঢাকার কেরানীগঞ্জ থানার বালুরচর এলাকার মো. মানিক হাওলাদার (৩২), আগৈলঝাড়ার থানার বারপাইকা এলাকার বিকাশ মন্ডল (২৭) ও কাঠিয়া এলাকার নয়ন হালদার (২২) এবং বরিশালের উজিরপুর থানার দক্ষিণ সাতলা এলাকার রঞ্জন রায়কে (২২) আটক করা হয়।
এসময় তাদের তল্লাশি করে মোট ২৩২ পিস ইয়াবা ও এক কেজি ২৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মো. অলিউর রহমান বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।