বরিশালে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে র্যাব-৮ এর নিরাপত্তা জোরদার করা হয়ছে। র্যাব-৮ এর পক্ষ থেকে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ পূজার পূর্ববর্তী, পূজা চলাকালীন এবং পূজার পরবর্তী সময়ে জনসাধারণ যাতে নির্বিঘ্ন যাতায়াত এবং পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারে তার জন্য র্যাব-৮ এর দায়িত্বপূর্ণ সকল জেলায় দিবারাত্রি সর্বক্ষণিক সময়ে বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ০৪ অক্টোবর ২০১৯ তারিখ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান দূর্গাপূজা। পাঁচ দিনের এ উৎসব শেষ হবে আগামী ০৮ অক্টোবর ২০১৯ তারিখ মঙ্গলবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসবের নিরাপত্তা নিশ্চিত করাসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাব অত্যান্ত সতর্কতার সাথে নিরাপত্তা দায়িত্ব পালন করছে। পূজা চলাকালীন সময়ে গুরুত্বপূর্ণ পূজা কেন্দ্রে সাদা পোশাকধারী ও টহল দল নিরাপত্তা নিশ্চিতকরনে বিশেষ দায়িত্ব পালন করছে। শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে এই বিশেষ টহল পূজা শেষ না হওয়া পর্যন্ত চলমান থাকবে। পূজা শেষে কর্মস্থানে যাত্রিসাধারন যেন নির্বিঘ্ন পৌছাতে পারে সে জন্য লঞ্চঘাট, ফেরিঘাট ও বাসটার্মিনালে নিরাপত্তায় থাকবে র্যাব সদস্যগণ। সন্দেহভাজন ও কোন প্রকার বিশৃঙ্খলাকারীকে দেখা মাত্রই র্যাবকে অবগত করার জন্য অনুরোধ করেছে র্যাব-৮ ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.