অনলাইন ডেক্স নিজ হেফাজতে ইয়াবা রাখার অভিযোগে দায়ের করা মামলায় উজিরপুরের মাদক কারবারি জুম্মান হাওলাদারকে ৭ বছরের কারাদন্ড ও ৭ হাজার টাকার অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে।
আজ জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কেএম শহীদ আহম্মেদ এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত জুম্মান উপজেলার কাংশি এলাকার নান্নু হাওলাদারের ছেলে। রায় ঘোষণার সময় জুম্মান ট্রাইব্যুনালে উপস্থিত ছিল।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, ২০১৫ সালের ২৪ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানার এসআই আঃ সোবাহান উপজেলার কচুয়া পল্লী বিদ্যুত অফিসের সামনে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ জুম্মানকে আটক করে মামলা দায়ের করেন।
একই বছর ১৫ ডিসেম্বর তদন্তকারী কর্মকর্তা এসআই আশীষ সরকার মামলার চার্জশীট জমা দেন। ট্রাইব্যুনাল ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল ওই রায় ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.