০৬ অক্টোবর ২০২৪, ০৪:০২ পূর্বাহ্ন, ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি, রবিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
ঠাকুরগাঁও প্রতিনিধীঃ ঠাকুরগাঁওয়ে জেলা প্রাথমিক অফিসে ঘুষ লেনদেনের সময় হাতেনাতে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিছুর রহমানও জুলফিকার আলী নামে এক অফিস সহকারীকে আটক করেছে দুদক। সোমবার (৭ অক্টোবর) সকালে দিনাজপুর দুদকের একটি টিম তাদের আটক করেন।দুদক সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি টিম ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসে অভিযান চালায়। এ সময় অফিস সহকারী জুলফিকার আলী জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিছুর রহমানকে ৫০ হাজার টাকা দেয়ার সময় হাতেনাতে দুজনকেই আটক করা হয়। পরে আনিছুর রহমানের বাসভবনেও তল্লাশি করা হয়।ঠাকুরগাঁও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ জানান, দুদকের একটি টিম দুইজনকে আটক করে থানায় দিয়েছে। তাদের বিরুদ্ধে দুদক আইনে মামলা হয়েছে।