চট্টগ্রাম অফি: যার কাছ থেকে টাকা-স্বর্ণ ছিনতাই করা হবে, আগে থেকে তাকে অনুসরণ করা হয়। সুবিধামতো কোনো জায়গায় এসে দলের একজন গিয়ে তাকে ধাক্কা দেন। এরপর বিতণ্ডায় জড়ান ও মারধর শুরু করেন। অন্য ছিনতাইকারীরা তাকে ঘিরে রাখেন। ততক্ষণে ছিনতাইয়ের কাজটি কেউ সেরে ফেলেন। চার যুবককে গ্রেপ্তারের পর ছিনতাইয়ের নতুন এ কৌশলের কথা জানাল নগর গোয়েন্দা পুলিশ।
গতকাল সোমবার দিবাগত রাতে চট্টগ্রাম নগরের ষোলশহর, দুই নম্বর গেইট, ফরেস্ট অফিস এলাকা ও শপিং কমপ্লেক্সের আশপাশে অভিযান চালিয়ে মো. আরিফ ওরফে আসিফ (২৬), মো. আরমান (২৪), আল মাহিন ওরফে আব্দুল্লাহ রিজভী (২২) ও রবিউল আলম ওরফে রবিন (২০) নামের চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (উত্তর) রুহুল আমিন একুশে পত্রিকাকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা টার্গেট ব্যক্তিকে ধাক্কা দিয়ে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনার কথা স্বীকার করেছেন। আরিফ ও আরমানের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তার আরিফ দুই নম্বর গেইট এলাকায় চাঁদাবাজি করে আসছিল বলেও আমরা তথ্য পেয়েছি। সে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগ নেতা সোহেল হত্যা মামলার আসামি। আরিফ জানিয়েছে, কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে অন্যান্য আসামিদের একত্রিত করে ধাক্কা দিয়ে ছিনতাইয়ের কৌশল বের করে ছিনতাই করে আসছিল।
এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলেও গোয়েন্দা কর্মকর্তা রুহুল আমিন জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.