১২ Jul ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন, ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি, শনিবার, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
নিজেস্য প্রতিবেদকঃফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সন্তানের খাবার জোগাতে না পেরে আত্মহত্যা করেছেন দুই সন্তানের এক জননী। রোববার সকালে উপজেলা হামিরদী ইউনিয়নের ভিমিরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
নিহতের নাম সালমা বেগম (৩২)। তিনি ওই গ্রামের তাবিজ বিক্রেতা ইকরাম মাতুব্বরের স্ত্রী।
স্থানীয় গ্রামবাসী জানান, রোববার (৬ অক্টোবর) সকালে রান্না শেষে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে সালমা বেগম আত্মহত্যা করেন। প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা থানার এসআই আব্দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই গৃহবধু দীর্ঘ দিন যাবত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। নিজের চিকিৎসা ও সন্তানদের জন্য খাবার জোগার করতে না পারায় তিনি মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে সেজন্যই তিনি আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।