১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৬ অপরাহ্ন, ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, শুক্রবার, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক পিরোজপুরের ভান্ডারিয়ার উত্তর পৈকখালী গ্রামে এক গৃহবধুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত বিউটি আক্তার (৪০) ওই গ্রামের ফিরোজ আলম হাওলাদার স্ত্রী। হত্যাকান্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের স্বামী ও দুই প্রতিবেশী আল আমীন (৩২) এবং আলম (৪০) কে আটক করেছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে স্বামীর সাথে বাইরে বের হয় বিউটি। এ সময় হঠাৎ করে অজ্ঞাত ব্যক্তিরা ধারালো অ¯্র নিয়ে তাদের উপর হামলা করে। এ সময় প্রাণ ভয়ে ফিরোজ দৌড়ে ঘরে প্রবেশ করলে, হামলাকারীরা বিউটিকে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে তাকে সেখান থেকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের স্বজনরা জানায় ফিরোজ আলমের সাথে তার প্রতিবেশী আল আমীন ও আলমের সাথে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ আছে।