১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৭ পূর্বাহ্ন, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
স্টাফ রিপোর্টার ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়ন প্রেমিকার নাম বুকে লিখে কাওসার (১৮) নামে এক যুবক আত্মহত্যা করার অভিযোগ উঠছে।
শুক্রবার দুপুরে সে বিষপান করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে গেলে সেখানে তার মৃত্যু হয়। নিহত কাওসার মৌলভীর হাট মাদ্রাসার সাবেক শিক্ষক সিরাজুল ইসলাম এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়. কাওসার জংশন এলাকার মনি নামের এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল, আর ঐ সম্পর্কের অবনতির কারণে কাওসার আত্মহত্যা করতে পারে। কাওসার এর বুকে মনি নাম লেখা রয়েছে। তবে কে এই মনি তার পরিচয় এখনো জানা যায়নি।
ইলিশা ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক শ্রী রতন শীল জানান, লাশ সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে এবং প্রাথমিক ভাবে জানা গেছে প্রেম সংক্রান্ত বিষয়ে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে, তবে তদন্ত চলছে।