১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
স্টাফ রিপোর্টার মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখাসহ বিভিন্ন অপরাধে বরগুনার পাথরঘাটার পৌর এলাকায় অভিযান চালিয়ে তিন ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির।
এসময় উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার খালিদ মাহমুদ আরিফ ও পাথরঘাটা সদর থানার পুলিশ সদস্যরা।
বাংলানিউজকে ইউএনও হুমায়ুন কবির জানান, মেয়াদোর্ত্তীণ ওষুধ রাখা ও দোকানের বৈধ কাগজপত্র না দেখাতে পারায় এলাকার তালুকদার মেডিক্যাল হলের মালিক গিয়াস তাদুকদারকে ১০ হাজার, মুজাহিদ মেডিক্যাল হলের মালিক মাওলানা বজলুর রহমাকে ১০ হাজার ও ইসলামিয়া মেডিক্যাল হলের মালিক মাওলানা আব্দুস সোবাহানকে ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।