১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৪ অপরাহ্ন, ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, শুক্রবার, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
স্টাফ রিপোর্টার চরফ্যাশনে জমি জমা বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে নারী-পুরুষ সহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুত্বর আহত ১৮ জনকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হলেও বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এরা হলেন আবু সর্দার(৪৫), আবু কালাম(৪০), বশার(৩৫), ইউসুফ(৩০), মোকসেদ (৩৫), আব্দুল মালেক (৪৫), আবু সাঈদ(৫০), নারগিছ(২৫), জাহানারা(৩০), মনোয়ারা বেগম (৩০) মরিয়ম (৩০), মনোয়ারা(৩৫)। অপর পক্ষের জাহাঙ্গীর (৪৫), নুরনবী(৩৫), আব্দুল আলিম (৩৮), মমিন (২৫), ফেরদাউস (২৩), তাসলিমা(২২)। গতকাল সকাল ১০টায় দুলারহাট থানাধীন নীলকমল ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয়রা ও আহত আবু সর্দার পক্ষের আবু জানান, দীর্ঘ বছর ধরে বিরোধীয় জমিতে বসবাস করছেন। ঘটনার দিন অপর পক্ষের লোকজন এসে তাদেরকে পিটিয়ে গুরুত্বর আহত করে। এদিকে অপর পক্ষের নুর নবী জানান, জমি জমা বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে আব্দুল আলিম কে কুপিয়ে গুরুত্বর আহত করে। তার ডাক চিৎকারে স্বজনরা ছুটে আসলে তাদেরকেও পিটিয়ে গুরুত্বর আহত করে। স্থানীয়রা ও পুলিশের সহায়তায় তাদেরকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় দুলারহাট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান পাটওয়ারী জানান, মারামারির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শ করেছি। কোন পক্ষের লোকজন মামলা করেনি। কেউ মামলা করলে আইনগত ব্যবস্থা নিব।