১৫ Jul ২০২৫, ০১:৫০ অপরাহ্ন, ১৯শে মহর্রম, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক :: অস্বাস্থ্যকর পরিবেশ ও ভেজাল মিশ্রনের অপরাধে ‘বনফুল’ নামের একটি মিষ্টির দোকানে অর্ধ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে বরিশাল সিটি কর্পোরেশনের সহযোগিতায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করা হয়।
মোবাইল কোর্টের তথ্য নিশ্চিত করে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল জানান, ‘নগরীর ‘বনফুল’ মিষ্টির দোকানে মেয়াদ উত্তীর্ণ মিষ্টি, মেয়াদ বিহিন পন্য ও অস্বাস্থ্যকর পরিবেশের কারনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এতে প্রসিকিউশন অফিসার ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য কর্মকর্তা সৈয়দ এনামুল হক সাইফুল।
অভিযানের সময় বরিশাল জেলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রূম্পা ঘোষ ও র্যাব-৮ এর ক্যাপ্টেন খালেদ, বিসিসি’র নিরাপদ খাদ্য পরিদর্শক সৈয়দ এনামুল হক ও পুলিশ এবং র্যাবের দুটি টিম সহযোগিতা করে।