১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৮ পূর্বাহ্ন, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক ॥ প্রেমের সম্পর্ককে মেনে না নেয়ায় প্রেমিকার বাবাকে পিটিয়ে হত্যা করেছে এক ছাত্রলীগ নেতা। বুধবার দুপুরের দিকে সিরাজগঞ্জে কাজিপুরে স্থানীয় আরআইএম ডিগ্রি কলেজের পাশে এ ঘটনা ঘটে। আমিনুল ইসলাম (৩০) নামে ওই ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কাজিপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং আলমপুর গ্রামের মৃত ইসলামের ছেলে আমিনুল ইসলামের সঙ্গে উপজেলার দুবলাই গ্রামের আব্দুর রউফ সাইদের মেয়ে সিরাজগঞ্জ ডিগ্রি কলেজের অনার্স ১র্ম বর্ষের ছাত্রী সোনিয়ার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিন্তু সোনিয়ার বাবা এ সম্পর্ক মেনে নেননি।
সেই ক্ষোভে বুধবার দুপুরের দিকে আরআইএম ডিগ্রি কলেজের পাশে তাকে পিটিয়ে আহত করে আমিনুল। পরে আব্দুর রউফকে উদ্ধার করে কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকালে সেখানেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কাজীপুর থানার ওসি একেএম লুৎফুর রহমান।
তিনি জানান, এ ঘটনায় কাজিপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে আটক করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।