২৪ এপ্রিল ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ন, ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্কঃ নগরের বন্দর থানাধীন দক্ষিণ-মধ্যম হালিশহরে বাসা থেকে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২ অক্টোবর) রাতে হালিশহরের কুড়িপুকুর পাড় এলাকার খান টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত রেবেকা সুলতানা পলি (১৩) মালয়েশিয়া প্রবাসী ফিরোজ খানের মেয়ে। তার মা সিইপিজেডে একটি পোশাক কারখানায় চাকরি করতেন বলে বাংলানিউজকে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী।
তিনি বলেন, ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। তার পরিবার দাবি করছে, ওই ছাত্রীকে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর জানা যাবে-এটি হত্যা না আত্মহত্যা