১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৫ পূর্বাহ্ন, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানাধীন ২৯নং ওয়ার্ডের কাশিপুর আনসার অফিস এলাকায় মাদকসহ এক দম্পতিকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বুধবার রাত ৮ টার দিকে ২৯নং ওয়ার্ডের কাশিপুর আনসার অফিসের উত্তর পাশে হাসান মার্কেট থেকে তাদের আটক করে।
আটকরা হলেন- মোঃ জাহাঙ্গীর আলম (৩২) ও তার স্ত্রী মায়া আক্তার (২১)।
পুলিশ জানায়, বুধবার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই সৈয়দ খাইরুল আলম একদল পুলিশ নিয়ে এয়ারপোর্ট থানাধীন ২৯নং ওয়ার্ডের কাশিপুর আনসার অফিসের উত্তর পাশে হাসান মার্কেটে অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবাসহ দম্পতিকে আটক করা হয়।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।