২৪ এপ্রিল ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন, ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
বরিশালে পেয়াজের পাইকরী বাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এ সময় ৩টি আড়তে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সকাল সাড়ে ১১টার দিকে নগরীর পেয়ারপট্টিতে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। এ সময় পেয়াজপট্টির ৮/১০টি আড়তে খোঁজখবর নেন তারা।
ভ্রাম্যমান আদালত ৩টি আড়তে দামে অসংগতি পেয়ে তাদের অর্থদন্ড প্রদান করেন। ৩টি আড়তে মোট ১২হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। এদিকে পেয়াজ ব্যবসায়ীরা বলেন, যে দামে তারা পেয়াজ কিনছেন, তার চেয়ে সামাস্য লাভে বিক্রি করছেন। এখানে অতিরিক্ত দাম রাখা হচ্ছে না বলে দাবী তাদের। মূলত সিমান্ত ও বড় ব্যবসায়ীরা পেয়াজের মূল্য বৃদ্ধির পেছনে দায়ী বলে জানান তারা।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার সাংবাদিকদের বলেন, পেয়াজের মূল্য নিয়ন্ত্রনে না আসা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।