১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৭ অপরাহ্ন, ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, শুক্রবার, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
বাংলাভিশনের সংবাদ পাঠিকা রেহনুমা মোস্তফা। দীর্ঘ সাত বছর ধরে উপস্থাপক হিসেবে কাজ করছেন তিনি।
সম্প্রতি নাম লিখিয়েছেন অভিনয়ে। চয়নিকা চৌধুরীর পরিচালিত ‘সংসার’ নাটকে অভিনেতা ইরফান সাজ্জাদের বিপরীতে।
নাটক প্রসঙ্গে রেহনুমা বলেন, ছোটবেলা নিজেকে পর্দায় দেখার ইচ্ছে । তাই সংবাদ পাঠিকার পেশা বেছে নিই। তবে মিডিয়ার অন্য কাজ করতেও আগ্রহী ছিলাম। অভিনয় করার অনেক প্রস্তাব ছিল। হঠাৎ করেই গুণী পরিচালক চয়নিকা চৌধুরীর নির্দেশনায় এই প্রথম নাটক করলাম। তবে সংবাদ পাঠের কাজটি আমার কাছে সেরা। উপস্থাপনার পাশাপাশি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল করছেন রেহনুমা। নর্থ-সাউথ ইউনিভার্সিটিতে জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক হিসেবেও কাজ করছেন তিনি।